Sunday, April 28, 2024
দেশ

তাউকেটের ক্ষতিপূরণ হিসেবে গুজরাটকে ১ হাজার কোটি টাকা দিলো কেন্দ্র

গান্ধীনগর: ঘূর্ণিঝড় তাউকেটের (Cyclone Tauktae) তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড় তাউকেটের দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছে ১৬ হাজারের বেশি বাড়ি। উপড়ে পড়েছে ৪০ হাজারের বেশি গাছ এবং ৭০ হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি। মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। এই পরিস্থিতিতে গুজরাটের পাশে দাঁড়াল কেন্দ্র। ত্রাণ হিসেবে গুজরাটকে ১ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গুজরাট এব‌ং দিউয়ে যান প্রধানমন্ত্রী। বিজয় রূপাণীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চেপে গুজরাতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। এরপর একাধিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের ক্ষয়ক্ষতি, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের তরফে গুজরাটকে ১ হাজার কোটি টাকা দেওয়া হবে। ঘূর্ণিঝড়ের জেরে যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রয়োজনে গুজরাতকে আরও সাহায্য করা হবে বলে জানান মোদী। সেক্ষেত্রে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির পাশে রয়েছে কেন্দ্র। সর্বতভাবে সহযোগিতা করা হবে। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ গুজরাটে আছড়ে পড়েছিল তাউকেটে। এটি গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪ হাজার মানুষ।