Sunday, May 19, 2024
কলকাতা

মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তবুও ডাবল ডিউটি করছি: মমতা

কলকাতা: রাজ্যের ১০ কোটি মানুষের দায়িত্ব তাঁর ঘাড়ে। করোনা আবহে নাওয়া-খাওয়া ভুলে রাজ্যবাসীর সেবায় নিয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারাদিন মানুষদের পাশে থাকি। সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছি। ঘুমোতেও পারিনা ঠিক মতো। কাল থেকে ভীষণ মাথা যন্ত্রণা করছে, তবুও মুখ বুজে কাজ করে চলেছি। কাকে বলব এসব?

মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের বলতে পারি না যে আমিও মানুষ। কাল থেকে আমার মাথা যন্ত্রণা করছে। আমি রাজীবকে বলছিলাম। আপনারা জানেন, গত রবিবার, এই লোকটা কাজ করতে করতে বলছে, ম্যাডাম আমার ভীষণ পেটে যন্ত্রণা করছে। আমি বললাম, তুমি বাড়ি চলে যাও। সবাই তো বাড়িতে বসেই কাজ করছেন। আমাদের তো ফিল্ডে কাজ করতে হচ্ছে। আমাদের ওভারটাইম করতে হচ্ছে। ডবল ডিউটি করতে হচ্ছে। তা আমরা বুঝি মানুষ নই?

মুখ্যমন্ত্রী বলেন, আমার তো কাল রাত থেকে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি তো কাউকে কিছু বলিনি। তাই নিয়েই কাজ করে যাচ্ছি। আপনি আমার মাথাটাকে রোজ খোঁচাবেন, গোঁতাবেন, আর আমি আমার মাথাটা এগিয়ে দেব বধ করার জন্য?

লকডাউনের জেরে রাজ্যবাসী নানান সমস্যার সন্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। একটু ধৈয্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। সবাই মিলে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে।