Sunday, May 5, 2024
রাজ্য​

বাদুড়িয়ায় যে পুলিশ মহিলাদের পেটায়, টিকিয়াপাড়ায় সে লেজগুটিয়ে দৌড় দিল কেন? দিলীপ ঘোষ

কলকাতা: লকডাউনের মধ্যেই হাওড়ার টিকিয়াপাড়ায় স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর। প্রাণ বাঁচাতে পুলিশ টিকিয়াপাড়া ফাঁড়িতে আশ্রয় নিলে করা হয় ইটবৃষ্টি। উত্তেজিত জনতার হাত থেকে পালিয়ে বাঁচে র‍্যাফ। এই ঘটনা নিয়ে এবার সরাসরি রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার সন্ধ্যায় দিলীপ ঘোষ বলেন, বাদুড়িয়া, বিষ্ণুপুরে যে পুলিশ জনতাকে পেটায়, টিকিয়াপাড়ায় সে লেজ গুটিয়ে দৌড় দিল কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে দিলীপবাবুর কটাক্ষ, দেশের কোনও মুখ্যমন্ত্রীকে দেখেছেন, রাস্তায় নামতে? ঝাড়ু দেওয়া, চাল বিলি করা মুখ্যমন্ত্রীর কাজ নয়। যোগীকে দেখেছেন? কেউ লকডাউন অমান্য করলেই, পুলিশ পিটিয়ে হাত-পা ভেঙে দেবে। আর বাংলায় লাঠিই চালাতে পারছে না পুলিশ। লেজ তুলে দৌড় মারছে। এই যদি পুলিশের দুরবস্থা হয়, এই পুলিশকে কে মানবে? এই পুলিশ কী করে আইন শৃঙ্খলা রক্ষা করবে?

দিলীপ ঘোষের দাবি, রাজ্যের জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে। তাই এখানে বাংলাদেশের মুজিবর হত্যাকারী ২১ বছর ধরে লুকিয়ে ছিল। তাকে আশ্রয় দেওয়া হয়েছিল।

দিলীপবাবু বলেন, যে পুলিশ বাদুড়িয়ায় খাবারের দাবিতে আন্দোলনরত মহিলাকে লাঠি মারে। বিষ্ণুপুরে শ্মশানে অজ্ঞাত শবদেহ দাহ করার বিরোধিতা করলে লাঠি মারে। সেই পুলিশ টিকিয়াপাড়ায় লেজ গুটিয়ে দৌড় দিল কেন?