Wednesday, May 15, 2024
কলকাতা

ঐশ্বর্যা রাই ভারতীয় নারীত্বের প্রতিনিধি, ডায়ানা হেডেন নন, মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা: ত্রিপুরার দীর্ঘ বামশাসনের অবসান করে গত মাসেই মুখ্যমন্ত্রী হয়েছেন ৪৬ বছর বয়সী বিপ্লব দেব। তারপর থেকে একের পর এক বৈপ্লবিক মন্তব্য করে চলেছেন। এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করলেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব বলেন, প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়ানা হেডেন ভারতীয় নারীদের প্রতিনিধি নন, সে গৌরব ঐশ্বর্যা রাইয়ের প্রাপ্য।

তাঁর মতে ঐশ্বর্য রাই প্রকৃত ভারতীয় সুন্দরী। কেন, তার বিস্তারিত ব্যখ্যাও দিয়েছেন তিনি। আগরতলার প্রজ্ঞা ভবনে হাতে তৈরি নানা জিনিসপত্রের ওপর একদিনের ওয়ার্কশপে গিয়ে তিনি বলেন, ভারতীয়রা মেয়েদের মধ্যে দেবী লক্ষ্মী, সরস্বতীকে খোঁজেন। ঐশ্বর্যা ভারতীয় নারীদের প্রতিনিধি। তিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন, ঠিক আছে। কিন্তু ডায়ানা হেডেনের সৌন্দর্যের মাথামুন্ডু আমি বুঝি না।

ডায়ানা হেডেন

আসলে বিপ্লব দেব ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর তোপ দাগতে গিয়ে এত কথা বলে ফেলেন। বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন কসমেটিকের বিক্রি বাড়াতে আন্তর্জাতিক ফ্যাশন মাফিয়ারা মহিলাদের মাথা খাচ্ছেন বলেই ইঙ্গিত দেন বিপ্লব। ডায়না হেডেনও এই ‘আন্তর্জাতিক ফ্যাশন মাফিয়া’দের জন্যই বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন বলে অভিযোগ বিপ্লব দেবের।

মুখ্যমন্ত্রীর দাবি, ‘‌পরপর ৫ বছর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতেছে ভারত। এ দেশের মেয়েদের মাথায় উঠেছে সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপার মুকুট। আগে ভারতীয় মহিলারা প্রসাধনী ব্যবহার করতেন না। শ্যাম্পু নয়, তাঁরা চুল ধুতেন মেথি ভেজানো জলে, গায়ে কাদা মাখতেন। কিন্তু যাঁরা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন, তাঁরা এক একজন ‘কসমেটিকস মাফিয়া’।’‌ ভারতীয় বাজারে নিজেদের ব্যবসা প্রসারিত করতেই তারা ওই পন্থা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যের বিপনন জোরদার করেই এই আন্তর্জাতিক বিউটি পণ্যের আগ্রাসন রোখা যাবে। দেশের কোণে কোণে এখন বিউটি পার্লার গজিয়ে উঠেছে। কিন্তু এখন আর এ দেশের কেউ বিশ্বসুন্দরী হন না কেন? কারণ মাফিয়ারা এখানকার বাজার ধরে ফেলেছে, এখন অন্যত্র গিয়েছে তারা বলেও মন্তব্য করেন বিপ্লব দেব। তবে তিনি কোনও ব্র্যান্ডের কথা আলাদা ভাবে উল্লেখ করেননি।