Friday, May 17, 2024
Latestদেশ

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই, সাফ জানালেন মোদী

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ)  প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল দেশ। যার ফলে সিএএ নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল বিজেপি। তবে সিএএ নিয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই, এনডিএ’র শরিকদের বৈঠকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, সিএএ চালু করে কেন্দ্র সরকার কোনও ভুল করেনি। তাই সিএএ নিয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই। বরং শরিকদের দৃঢ়ভাবে এই আইন সমর্থনের কথা বলেন নমো।

বিরোধীদের দাবি, ধর্মের ভিত্তিতে তৈরি নাগরিকত্ব দেওয়া আসলে বিজেপির ফের দেশভাগের চক্রান্ত। এ প্রসঙ্গে মোদী সাফ বলেন, কেন্দ্রীয় সরকারের সিএএ নিয়ে রক্ষণাত্মক হওয়ার কোনও কারণই নেই। সিএএ-তে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যারা একথা বলবে তাঁদের বিরোধিতা করতে বলেন প্রধানমন্ত্রী।

এদিন সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর সাফ ঘোষণায় এটাই স্পষ্ট হল যে, দেশজুড়ে বিক্ষোভ যতই হোক না কেন মোদী সরকার সিএএ সারা দেশে লাগু করে তবেই ছাড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এদিনই সিএএ-র প্রশংসা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি দেশভাগের পরে বলেছিলেন পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যদি এ দেশে এসে আশ্রয় প্রার্থনা করে তবে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। গান্ধীজির সেই ইচ্ছাকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে অমুসলিম শরণার্থীরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিলে তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন।