অসমে আত্মসমর্পণ করল ১,৬১৫ জঙ্গি
গুয়াহাটি: অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসল অসমের ১,৬১৫ জন জঙ্গি। বৃহস্পতিবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সামনে আত্মসমর্পণ করে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের (NDFB) সদস্যরা।
এসময় তারা অত্যাধুনিক এ কে সিরিজের রাইফেল, হালকা মেশিনগান, স্টেনগান-সহ ৪৮০০-রও বেশি আগ্নেয়াস্ত্র জমা দেয়। বহুদিন ধরেই পৃথক বড়োল্যান্ডের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে NDFB। এবার সেই রক্তাক্ত অধ্যায়ে ইতি ঘটল বলে মনে করা হচ্ছে।
এদিকে, NDFB সদস্যদের আত্মসমর্পণের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, অসমের জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। অসমকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সবথেকে উন্নত রাজ্য বানাতে হবে। হিংসার পথ ছেড়ে আপনাদের উন্নয়নের পথে সামিল হতে হবে।
As we embark on a new journey of peace and progress, I welcome to the mainstream all 1615 cadres of NDFB factions who have laid down their arms today.
With another 644 cadres from various organisations who also surrendered recently, this will pave the way for a #NewIndia. pic.twitter.com/ug91Nyb1bM
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) January 30, 2020
সর্বানন্দ সোনওয়াল আরও বলেন, আমরা বোডো চুক্তির প্রতিশ্রুতি পালনে প্রতিবদ্ধ। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বোড়ো সংগঠন এনডিএফবি এবং অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে কেন্দ্র ও অসম সরকার। বোডো চুক্তি অনুসারে অসমে শিক্ষা, চিকিৎসা, কারিগরী প্রতিষ্ঠান স্থাপন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ জানুয়ারি অসমের ৮ টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৬৪৪ জন জঙ্গি অসম সরকারের সামনে আত্মসমর্পণ করেছিল।