Saturday, May 18, 2024
দেশ

‘ভুয়ো মামলায়’ গ্রেফতার করা যাবে না কৈলাস, মুকুলদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-সহ বিজেপির নেতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় শতাধিক মামলায় অভিযুক্ত বিজেপির পাঁচ নেতাকে গ্রেফতার করা যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিল সু্প্রিম কোর্ট। এ সব মামলার বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করে বিজেপি। কিন্তু সেখানে কোনও লাভ না হওয়ায় সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

শুক্রবার সেই মামলার শুনানিতে বলা হয়েছে, পরবর্তী শুনানির আগ পর্যন্ত বিজেপির এই ৫ নেতাকে গ্রেফতার করা যাবে না। বিজেপির এই ৫ নেতা হলেন- কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, পবন সিং এবং সৌরভ সিং। তাঁদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ১০০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই জামিন অযোগ্য ধারায়।

বিজেপির অভিযোগ, এই মামলাগুলি তাদের দমিয়ে রাখতেই রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করেছে। সুপ্রিম কোর্টে বিজেপি অভিযোগে জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে শতাধিক ভুয়ো মামলা দায়ের করা হয়েছে তাঁদের নেতাদের বিরুদ্ধে। তাই এই সব মামলার নিরপেক্ষ তদন্ত করার জন্য সিবিআইকে হস্তান্তরের দাবি জানায় তাঁরা।

এই মামলার পরবর্তী শুনানি শীতের ছুটির দু’‌সপ্তাহ পরে। পরবর্তী শুনানি পর্যন্ত মামলায় অভিযুক্ত কৈলাস বিজয়বর্গীয়–সহ ৫ নেতাকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।