Saturday, May 18, 2024
দেশ

এবার দিল্লির নেহেরু মিউজিয়ামের নাম বদলে দিল মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার জওহরলাল নেহেরুর নামে নামাঙ্কিত নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (NMML) সোসাইটির নাম বদলে দিল কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি বিরোধীরা।

নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের বদলে নতুন নাম রাখা হয়েছে প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড সোসাইটি।

বৃহস্পতিবার NMML সোসাইটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোসাইটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ২৯ জন সদস্য রয়েছেন সোসাইটিতে। যার মধ্যে রয়েছেন অমিত শাহ, অনুরাগ ঠাকুর এবং নির্মলা সীতারমন সহ বিজেপির মন্ত্রীরা।