Saturday, May 18, 2024
দেশ

NCERT’র সিলেবাস থেকে বাদ গান্ধীহত্যার পরে সংঘকে নিষিদ্ধ করার ইতিহাস, বিজেপিকে তোপ কংগ্রেসের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুঘলদের ইতিহাস পাঠক্রম থেকে বাদ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এবার NCERT’র সিলেবাস থেকে বাদ গান্ধীহত্যার পরে সংঘকে নিষিদ্ধ করার ইতিহাস। এই ঘটনায় বিজেপিকে কড়া আক্রমণ করলো কংগ্রেস।

উল্লেখ্য, ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) নিষিদ্ধ করা হয়েছিল। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিষয়টি। তবে এনসিইআরটি’র বই থেকে এই অংশ বাদ দেওয়া হয়েছে বলে খবর। এছাড়া দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে নাথুরাম গডসের সম্পূর্ণ পরিচয়ও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় কংগ্রেস বলেছে, ‘ইতিহাস মুছে দিচ্ছে RSS। এতেই বর্তমান শাসকদলের মানসিকতা স্পষ্ট। ওরা শুধু গান্ধীকে আক্রমণ করছে তাই নয়, ওরা দলিতদেরও ছাড়েনি। আম্বেদকরকেও ছাড়েনি।’ প্রাক্তন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল বলছেন, ‘মোদিজি একেবারে ধারাবাহিক। গেরুয়া শিবির ইতিহাসটা ২০১৪ সাল থেকেই শুরু করতে চায়।’