Sunday, May 5, 2024
রাজ্য​

হনুমান জয়ন্তীতে অশান্তি এড়াতে রাজ্যে মোতায়েন ৩ কোম্পানি CRPF

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এমনকি ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

জানা গেছে, কলকাতা, ব্যারাকপুর ও চন্দননগরের স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় রাজ্য পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

রাজ্য সরকার জানিয়েছে, হনুমান জয়ন্তী উপলক্ষে ২০০০ শোভাযাত্রার আবেদন জমা পড়েছে। তবে একাধিক নির্দেশনা মেনেই শোভাযাত্রা করতে হবে। এর মধ্যে রয়েছে ১০০ জনের বেশি সদস্য শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। সিসিটিভি ফুটেজ লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। স্পর্শকাতর এলাকায় ব্যারিকেডের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। আমি সবাইকে শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী উদযাপন করার জন্য অনুরোধ করছি। শান্তি পালন করলে কোনো সমস্যা হবে না। বাংলা শান্তির জায়গা।”