Friday, May 17, 2024
দেশ

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সম্রাট আওরঙ্গজেবের ছবি, গ্রেফতার ব্যক্তি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুঘল সম্রাট আওরঙ্গজেবের হোয়াটসঅ্যাপ প্রোফাইল হিসেবে আপলোড করার অভিযোগে মুম্বাই পুলিশ একজনকে আটক করে। অভিযুক্ত ওই ব্যক্তি মোবাইলের দোকানে কাজ করে। তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অমরজিৎ সুরভে একটি মামলা দায়ের করেছিলেন। তিনি একটি স্ক্রিনশট পেয়েছিলেন। যেখানে একজন ব্যক্তি আওরঙ্গজেবের ছবি তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি হিসেবে রেখেছেন বলে অভিযোগ।

অমরজিত অভিযুক্তকে আওরঙ্গজেবের ছবিটি তার হোয়াটসঅ্যাপ থেকে সরাতে বলেছিল। কিন্তু অভিযুক্ত মহম্মদ আলি মহম্মদ হুসাইন ছবি সরাননি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন অমরজিত। উল্লেখ্য, অমরজিত একটি হিন্দু সংগঠনের সদস্য।

অমরজিৎ অভিযুক্তের বিরুদ্ধে নভি মুম্বাইয়ের ভাশি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৮ (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) এবং ১৫৩-A (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এর অধীনে অভিযোগ নথিভুক্ত করে। অভিযুক্তকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয়েছে।