Friday, May 3, 2024
দেশ

১৮ মার্চ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন মোদী ও হাসিনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হচ্ছে। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল যাবে দিনাজপুরের পার্বতীপুরে।

বাংলাদেশ অংশের ১২৬ এবং ভারত অংশের ৫ কিলোমিটার পাইপলাইনের কাজও শেষ। জল ফ্লাশিংয়ের মাধ্যমে চেক করা হয়েছে পাইপলাইন।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনও ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন তৈরি করা হলো। এই পাইপলাইন তৈরিতে ৩৭৭ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে বাংলাদেশেই পাইপলাইন তৈরি করতে খরচ আনুমানিক ২৮৫ কোটি টাকা। ভারত সরকারের তরফ থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এই পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ এক মিলিয়ন মেট্রিক টন হাইস্পিড ডিজেল সরবরাহ করা যাবে।