Saturday, April 20, 2024
রাজ্য​

এবার বাম জমানায় শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ খুঁজতে তৎপর মমতা সরকার, তালিকা তৈরির নির্দেশ শিক্ষামন্ত্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যের বর্ধমান শাসকদল তৃণমূল। একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়ক,কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান-কর্মী- সমর্থকের নাম সামনে আসছে। এর মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে শিক্ষক নিয়োগের তালিকা তৈরি করা হোক। খতিয়ে দেখা হোক কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন।

শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন, বাম আমলে কতগুলো চাকরি স্রেফ চিরকুট সুপারিশে হয়েছে। তার তালিকা তৈরি করতে।

শিক্ষামন্ত্রী বলেন, “চিরকুট সিস্টেমের নাম শুনেছেন? এটা আমাদের রাজ্যে বরাবরই ছিল। এখন প্রযুক্তি থাকার কারণে বিষয়টা এত খোলাখুলি হয়েছে আমাদের সময় একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন না করলে স্কুলে চাকরি পাওয়া যেত না।”

শিক্ষামন্ত্রী বলেন, “আমার বহু বন্ধু আছেন, বহু পরিচিত আছেন যাঁরা ছাত্র সংগঠন করতেন। একটি নির্দিষ্ট দলের কাউন্সিলর বা চেয়ারম‌্যানের আত্মীয় কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় বা লোকাল কমিটি বা জোনাল কমিটির সঙ্গে পরিচিত, একাধিক হোলটাইমারের বাড়ির লোকেরা স্কুলের চাকরি পেয়েছেন।” এরপরেই শিক্ষা সেলকে তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।