Saturday, April 27, 2024
ব্লগ

দেব-দেবী, অসুরের নামে কয়েকটি শহরের নাম

মুম্বাই- মুম্বা দেবী

জলন্ধর: পুরাণে অসুর জলন্ধরের উল্লেখ আছে। সে ছিল শিবের অংশ বিশেষ। অসুর জলন্ধরের নামেই এই শহরের নামকরণ হয়।

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোর শহরের প্রকৃত নাম ইন্দুর। ব্রিটিশ শাসনকালে উচ্চারণ বিকৃতির ফলে নাম হয় ইন্দোর। দেবরাজ ইন্দ্রের নামানুসারে এই শহরের নাম রাখা হয়।

তিরুবনন্তপুরম: এই শহরের নাম শেষনাগ অনন্তের নামানুসারে রাখা হয়।

গয়া: গয়াসুরের নামে বিহারের গয়া শহরের উৎপত্তি হয়।

মানালী: ব্রহ্মার পুত্র মনুর নামে হিমাচল প্রদেশের মানালীর নামকরণ হয়।

হরিদ্বার: হরিদ্বারের অর্থ হরি বা বিষ্ণু দর্শনের দ্বার।

তিরুভনন্থপুরুম – ভগবান অন্তত স্বামী পদ্মনাভ স্বামী

উজ্বয়ন – মহাকালের নামে

জব্বলপুর – জগ্গাবলি

চন্ডিগড় – মা চন্ডী

সিমলা – মা শ্যামলা ( যা মা কালীর অন্যরুপ)

সম্বলপুর – মা সমলেশ্বরী

নৈনিতাল – দেবী নয়না

তারাপীঠ – মা তারা

তিরুপতি – তিরুমাল ভেক্টশ্বর বা ভগবান তিরুপতি

ঢাকা – মা ঢাকেশ্বরী

রাজ্য – ত্রিপুরা – দেবী ত্রিপুরা সুন্দরী