সামনে এল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-র টিজার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার ৪১তম জন্মদিন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun)। জন্মদিনের একদিন আগেই মুক্তি পেল পুষ্পা ২-র টিজার। ছবির নাম ‘পুষ্পা ২ দ্য রুল’।
দেখুন ট্রেলার-

জানা গেছে, ‘পুষ্পা ২’ তে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)।সিনেমায় ভিলেনের চরিত্রে ফাহাদ ফাজিল (Fahad Fasil)অভিনয় করবেন।

‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক সুকুমার (Sukumar)। টিজারে নজর কেড়েলেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালে ‘পুষ্পা ২’ বক্স অফিসে ঝড় তুলছে চলেছে বলেই আশা করা হচ্ছে।