Thursday, April 18, 2024
দেশ

১১ হাজার ৩৬০ কোটি টাকার প্রজেক্টের উদ্বোধনে তেলাঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার তেলেঙ্গানায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi। জানা গেছে, একাধিক প্রকল্পের উদ্বোধনে তেলেঙ্গানায় পৌঁছেছেন মোদী। তেলাঙ্গানার বিভিনগরে এইমসের ভিত্তিপ্রস্থর স্থাপন থেকে পাঁচটি জাতীয় সড়ক, সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদী। সবমিলিয়ে মোট ১১ হাজার ৩৬০ কোটি টাকার প্রজেক্ট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিন হায়দরাবাদের বেগুমপেত বিমানবন্দরে নামেন মোদী। তবে তাকে স্বাগত জানাতে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি রাও। এমনকী, মোদীর কোনও অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao)।

জানা গেছে, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে ইডি জেরার পর মোদী ও চন্দ্রশেখর রাওয়ের সম্পর্ক তলানিতে ঠেকেছে।