Wednesday, May 15, 2024
রাজ্য​

মুর্শিদাবাদ থেকে আল-কায়দার ৬ জঙ্গিকে গ্রেফতারের পর রাজ্যে আরও জঙ্গির খোঁজে এনআইএ

কলকাতা: শনিবার মুর্শিদাবাদ থেকে জঙ্গি সংগঠন আল-কায়দার ৬ সদস্যকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এছাড়া কেরল থেকেও গ্রেফতার হয়েছে তিন আল-কায়দা জঙ্গিকে। শনিবার ভোরবেলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এনআইএ। শুক্রবার গভীর রাত থেকেই মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি এবং জঙ্গিপুরের ১১টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

সোমবার এনআইএ গোয়েন্দারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আল-কায়দার হয়ে আরও লোক কাজ করছে। মুর্শিদাবাদ থেকে ধৃতদের কয়েক দফায় জেরা করে আরও দু-জনের নাম জানতে পেরেছে গোয়েন্দা আধিকারিকেরা। তাদের বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায়।

এনআইএ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের একটি বাড়িতে মিটিং হয়। সেখানে ধৃত ৬জন ছাড়াও আরও ২ জন উপস্থিত ছিল। শুক্রবার খুব সকালেই তারা ফিরে যায়। গোয়েন্দাদের ধারণা, মালদার ওই ২ জন ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আল কায়দার আরও জঙ্গি রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যেও আল-কায়দার জঙ্গি থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

এনআইএ’র তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, নয়াদিল্লি-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতর্কিতে ‘লোন উলফ্’ হামলা চালানোর ছক কষছিল জঙ্গিরা। তবে হামলা চালানোর আগেই তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে বোমা তৈরির উপাদান, দেশীয় পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জেহাদি কাগজপত্র-সহ অনেক জিনিস উদ্ধার হয়েছে।