Monday, May 6, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্য আরও ১৩১১ কোটি টাকা সহায়তা দিচ্ছে আমেরিকা

ঢাকা: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করল আমেরিকা। রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি জানিয়েছেন শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় লোকজনের জন্য আরও ১৫ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার বা ১৩১১ কোটি ৬২ লাখ টাকা সাহায্য করবে আমেরিকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১১ লাখ মানুষ এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

নিকি হ্যালি বলেন, সেখানে আরও অনেক কিছু করা প্রয়োজন, তাই অন্য দেশগুলোরও নিজেদের দায়িত্ব পালন করা দরকার। তিনি বলেন, নতুন বরাদ্দের মধ্যে বাংলাদেশের থাকা রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের জন্য ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রয়েছে। সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য, জল, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও মানসিক সাপোর্ট-সহ মারাত্মক জরুরি সেবায় এই অর্থ ব্যয় করা হবে।

হ্যালি বলেন, মিয়ানমার ও বাংলাদেশে বিতাড়িত মানুষ, শরণার্থী ও আশ্রয়দাতাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তায় শীর্ষ দাতা হতে পারায় যুক্তরাষ্ট্র গর্বিত। একই সাথে অন্য দেশগুলোর প্রতিও রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত হ্যালি বলেন, নৃশংসতার জন্য জাতিগত নিধনে জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া, সহিংসতা বন্ধ করা এবং সাহায্য সংস্থা ও সংবাদকর্মীদের পূর্ণ প্রবেশাধিকার দিতে মিয়ানমার সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। আর এই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া দেওয়া ও সেবা করার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় লোকজনকে বিশেষভাবে সাধুবাদ জানাই।