Sunday, May 19, 2024
দেশ

মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম উপভোক্তা ‘আয়ুষ্মতী’

জামশেদপুর: রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রকল্পের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। সেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের (মোদীকেয়ার) আওতায় জামশেদপুর সদর হাসপাতালে জন্মাল এক শিশু। তার নামকরণ করা হয়েছে প্রকল্পের অনুপ্রেরণায়-আয়ুষ্মতী।

আয়ুষ্মান ভারত প্রকল্পের জেরে শুধু যে সাধারণ মানুষ চিকিৎসার বিশাল খরচ থেকে মুক্তি পাবেন, তাই নয়। বিশাল কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ বছরে প্রায় ২ লাখ যুবক-যুবতী কাজ পাবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ‘আয়ুষ্মান মিত্র’ পদে নিয়োগ করা হবে। মাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন। সাধারণ মানুষের কাছে যাতে এই প্রকল্প পৌঁছতে পারে, সেজন্য আয়ুষ্মান মিত্রদের নিয়োগ করছে কেন্দ্র। সাধারণ মানুষ যাতে হয়রান না হন, তা দেখবেন তাঁরা। হাসপাতালেই থাকবেন তাঁরা। এই প্রকল্পে দেশের নাগরিকেরা পরিবার পিছু পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোদী সরকারের ব্যয় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। জনস্বার্থে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য বীমা প্রকল্পও এই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবে। তবে এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্রের সঙ্গে সঙ্গে বাজ্যগুলির উপরও বর্তাবে। এই শর্তেই অখুশি বাংলা সহ বেশ কিছু রাজ্য সরকার। প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র, বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য।