Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

ইসরায়েলে বসছে মিস ইউনিভার্সের আসর, নাম প্রত্যাহার করে নিল বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে ৭০তম ‘মিস ইউনিভার্স ২০২১ (Miss Universe 2021)’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এবছর ইসরায়েলের এইলাটে বসতে চলেছে এই আসর। করোনা পরিস্থিতির জেরে গত বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়নি। চলতি বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছিল ‘মিস ইউনিভার্স ২০২০’-এর আসর। কয়েক মাসের ব্যবধানেই বসতে চলেছে ‘মিস ইউনিভার্স ২০২১’-এর আসর।

জানা গেছে, বিশ্বসুন্দরী হওয়ার এই দৌড়ে এবছর বিশ্বের ৬৬টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করতে চলেছেন। কিন্তু ইসরাইলে এই সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। এর মধ্যে রয়েছে ৯টি দেশ। তাদের অংশগ্রহণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

ইতিমধ্যেই এই সৌন্দর্য প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। কারণ হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাম প্রত্যাহার করে নিল তারা। এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ ইসরাইলের কোনও দূতাবাস নেই। তাই স্বাভাবিকভাবেই ভিসা জটিলতা রয়েছে।

গত মাসে সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১ খেতাব জিতেছেন চণ্ডীগড়ের হারনাজ সান্ধু। ইসরায়েলে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২১’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হারনাজ।