Friday, May 10, 2024
রাজ্য​

কেন্দ্রের পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমালো ২২টি রাজ্য, দাম কমালো না পশ্চিমবঙ্গ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছিল। সমস্যা সমাধানে বুধবার পেট্রোল-ডিজেলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, পেট্রোলের লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি ১০ টাকা কবে মিলবে। বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জ্বালানিতে ভ্যাট কমানোর আর্জি জানানো হয়। কেন্দ্রের আর্জি পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এর ফলে এই রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেল আরও কম দামে মিলবে। কিন্তু এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমায়নি পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ, ২২টি রাজ্যের থেকে বেশি দামে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে বাংলার মানুষকে।

বিষয়টি নিয়ে ও বিজেপি শাসিত রাজ্যগুলিকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পেট্রোল ও ডিজেলের দাম ১২টাকা কমিয়েছেন। গুজরাট ও অসম সরকারও ৭ টাকা করে কমিয়েছে।’

গৌরব ভাটিয়ার প্রশ্ন, তৃণমূল, কংগ্রেস ও আপ এনিয়ে কী করছে? তাঁর দাবি, পাঞ্জাব, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থানের মানুষ জানতে চাইছেন কেন রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে না? মোদী সরকার পদক্ষেপ নিতে পারলে সেটা বিরোধীদের পরিচালিত সরকার কেন নিতে পারে না?

উল্লেখ্য, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের ওপরে বারবার ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ২২টি রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দেওয়ার পরেও মমতা সরকার চুপ কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।