Wednesday, May 15, 2024
খেলা

করোনায় প্রয়াত হলেন মিলখা সিং

চণ্ডীগড়: প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। জ্বর কমলেও, বৃহস্পতিবার রাত থেকেই মিলখা সিংয়ের অক্সিজেন লেভেল কমতে থাকে। অবশেষে ডাক্তারদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিলখা সিং।

কিংবদন্তি এই অ্যাথলিটের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। জানা গেছে, পিটিআইকে মিলখা সিংয়ের মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে জানানো হয়।

উল্লেখ্য, মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কাউরের সম্প্রতি প্রয়াত হয়েছেন। প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করার পর মৃত্যুর কাছে হার মানেন। নির্মল মহিলা জাতীয় ভলিবল দলের অধিনায়ক ছিলেন। পাঞ্জাব রাজ্য সরকারের  মহিলা খেলাধূলা বিভাগের প্রাক্তন ডিরেক্টরও ছিলেন নির্মল কাউর। স্ত্রীর মৃত্যুর পরে আরও ভেঙে পড়েন মিলখা সিং। ধীরে ধীরে তাঁর শারীরিক অবনতি হতে থাকে। অবশেষে

মিলখা সিং করোনায় আক্রান্ত হলে চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী নির্মল কাউর। তিনি তখন বলেছিলেন, ৯১ বছর বয়স হয়ে যাওয়ায়, তিনি তাঁকে নিয়ে চিন্তায় রয়েছেন। তার পরে নিজেও করোনায় আক্রান্ত হন নির্মল কাউর। মিলখা সিংকে হাসপাতালে ভর্তির দিন দুয়েক পরেই নির্মলকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে হেরে যান ৮৫ বছরের নির্মলা।