Saturday, May 18, 2024
Latestদেশ

স্বাভাবিক ছন্দে ফিরছে ভূস্বর্গ, রাস্তায় যানজট, খুলল কাশ্মিরের সব স্কুল

শ্রীনগর: ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে কাশ্মীর। ৩৭০ ধারা বাতিলের পর বৃহস্পতিবার বহু দিন পর চেনা ছবি ধরা পড়ল উপত্যকায়। রাস্তায় ব্যাপক জ্যামের সাক্ষী থাকল শ্রীনগর। খুলল বেশকিছু দোকানপাট। তবে স্কুল খোলা হলেও স্কুলমুখো হয়নি ছাত্রছাত্রীরা। গত মাসেও একবার চেষ্টা করা হয়েছিল। তবে ছাত্রছাত্রীরা স্কুলে আসেনি। এরপর বৃহস্পতিবার সব স্কুল খোলার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে এ দিনও সেই প্রচেষ্টাও ব্যর্থ হল।

গত ৫ আগস্ট বাতিল করা হয়। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় ভূস্বর্গ। ১৫ দিন বন্ধ থাকার পর সোমবার শ্রীনগরের ৯০০ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯৬টি খুললেও ছাত্রছাত্রীরা স্কুলে আসেনি। উপত্যকার সব ডেপুটি কমিশনার এবং স্কুল শিক্ষা বিষয়ক পরিচালক বশির আহমেদ খান বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন।

বশির আহমেদ খান জানান, এই দুই মাস যেন শিক্ষার্থীদের কাছ থেকে কোনও টিউশন ফি বা পরিবহন ফি নেওয়া না হয়। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিশ্চিত করতে বলেন, বৃহস্পতিবার যেন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে। আগামী ৯ অক্টোবর খুলবে কাশ্মিরের কলেজগুলো। মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

এদিন শ্রীনগরের বিভিন্ন রাস্তায় প্রচুর যানজটের ছবি ধরা পড়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বেসরকারি গাড়ি, অটো-রিকশা ও ক্যাবের সংখ্যাও বেড়েছে। কাশ্মীরের প্রধান বাজার ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কয়েকটি দোকানপাট খোলা হয়।