Sunday, May 19, 2024
দেশ

২০১৯-এর মহাজোটে মধ্যমণি মমতা

নয়াদিল্লি: ২০১৯’র আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে বিরোধী জোটের মধ্যমণি, তা দিল্লিতে এদিন সারা দিন দেশের নানা প্রদেশের আঞ্চলিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সংসদ ভবনের বৈঠকেই পরিষ্কার হয়ে গেছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, দক্ষিণের শক্তিশালী তিনটি দল ডিএমকে, টিডিপি ও ওয়াইএসআরের সংসদ সদস্যদের সঙ্গে দফায় দফায় এদিন সারা দিন সংসদে বৈঠক করেন মমতা। বিজেপিকে হারাতে ২০১৯ লোকসভা ভোটের আগে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধীরা জোট করেই বিজেপিকে হারাবে।

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে টিডিপির অনাস্থা প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দেশের মানুষের স্বার্থে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে সর্বাÍকভাবে সঙ্গে থাকবে, তা-ও জানিয়ে দিলেন মমতা।

আগামী লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট তৈরির জন্য এরই মধ্যে মমতার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন রাজ্যের নেতা-নেত্রীরা সক্রিয় হয়েছেন।