Monday, May 6, 2024
কলকাতা

রাতভর তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত গোপালনগর, এলাকায় মোতায়েন পুলিশ

কলকাতা: রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আলিপুর থানার গোপালনগর এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে থমথমে গোপালনগর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে জন্য এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার তৃণমূল যুবনেতা প্রতাপ সাহা ও বিপ্লব মিত্রর অনুগামীদের দিকে। অভিযোগ, ভাঙচুর করা হয় প্রতাপ সাহা ও বিপ্লব মিত্রর দলীয় কার্যালয়। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই গোষ্ঠীর ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের দাবি, স্থানীয় দুই তৃণমূল নেতা প্রতাপ সাহা এবং বিপ্লব মিত্র গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতার জেরেই এই সংঘর্ষ। বিপ্লব মিত্রের গোষ্ঠীর অভিযোগ, প্রথমে প্রতাপ সাহার  ঘনিষ্ঠ লোকজন তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস ভাঙচুর করে। অন্যদিকে হামলার পাল্টা অভিযোগ করেছে প্রতাপ সাহার গোষ্ঠীর লোকজন।

এই ঘটনার পরে গতরাতে দুই নেতার অনুগামীরা একে অপরের বাইক ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনাকে ঘিরে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত ছিল এলাকা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।