Saturday, April 27, 2024
কলকাতা

মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না? খেলে বিশ্বকাপ জিততে হবে: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এই উপলক্ষে মোহনবাগান ক্লাবে গিয়ে সকল খেলোয়ারদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের উন্নতির জন্য ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লাখ টাকা দিয়েছিল রাজ্য সরকার।

পাশাপাশি মোহনবাগানের আইএসএল জেতায় উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘মোহনবাগান আমাদের পথ দেখিয়েছে। দেশের মধ্য সেরা হয়েছেন। আগামী দিনে মোহনবাগান বিশ্বসেরা হোক। মোহনবাগান কেন ব্রাজিল, পোল্যান্ড বা ইতালির সঙ্গে খেলবে না? খেলতে হবে এবং বিশ্বজয় করতে হবে।”

মমতা বলেন, ‘আমরা বলি, হোয়্যাট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। মোহনবাগান আমাদের পথ দেখিয়েছে। সব খেলার সেরা বাংলার এই ফুটবল, সেটাই প্রমাণ করেছে মোহনবাগান। আজ আপনারা মোহনবাগান ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ নন। ভারতসেরা হয়েছেন আপনারা। আমি চাই, আগামিদিনে আপনারা বিশ্বসেরা হন।’