তিহার জেলেই ঠাঁই হলো অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিহার জেলে পাঠানো হলো গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ইডির অভিযোগ, অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকাতে সাহায্য করেছেন মণীশ কোঠারি। অনুব্রত মণ্ডল এবং তাকে জেরা দু’জনের কথায় অসঙ্গতি ধরা পড়েছে।
এদিকে, মনীশের নামে বিপুল পরিমাণ সম্পদের হদিশ পাওয়া গিয়েছে। গত ৬ বছরে ১৫ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ কিনেছেন তিনি। কিভাবে এত টাকা আসলো? এই টাকার উৎস কি তা খতিয়ে দেখছে ইডি।