Saturday, May 18, 2024
রাজ্য​

প্রত্যেক পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের মোট ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য রাজ্য সরকারের খরচ হবে ২৮ কোটি টাকা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশ ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর পুজো কমিটিগুলোকে ফায়ার লাইসেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এবছর সেটা দিতে হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে দুর্গাপ্রতিমা নিরঞ্জন দিতে পারবে পুজো কমিটিগুলি। এবার বিসর্জনের কার্নিভাল হবে ২৩ অক্টোবর। গত বারের মতো এবারও রেড রোডেই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবে সরকার। সূত্রের খবর, এবার এই বিসর্জন কার্নিভালে অংশগ্রহন করবে ৫৫ থেকে ৭৫টি বড় বড় পুজো কমিটি। শহরে ছোটো-বড় মিলিয়ে মোট তিন হাজার দুর্গাপুজো হয়। গ্রাম বাংলায় সব মিলিয়ে ২৫ হাজার পুজো হয়। সব মিলিয়ে এই সংখ্যাটা ২৮ হাজার। প্রতিটি পুজো কমিটিকেই ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এতে সরকারের খরচ হবে ২৮ কোটি টাকা।

এদিন  নাম না করে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বাইরের কেউ যদি দুষ্টুমি করে, যদি লোভ দেখায়, আত্মসমর্পণ করবেন না। পুজো করার জন্য কারও কাছে ভিক্ষা চাইবেন না। কেউ যদি মনে করে পুজো কমিটিগুলিকে টাকা দিয়ে কিনে নেব, তা যেন না পারে।

প্রসঙ্গত, গতবছর মহরমের শোভাযাত্রা আর বিসর্জন একদিনে না করার নির্দেশিকা জারি করে বিপাকে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকই চটেছিলেন সরকারের এই সিদ্ধান্তে। হাইকোর্টও চরম ভর্ত্সনা করেছিল রাজ্য সরকারকে।