Wednesday, May 15, 2024
দেশ

ভুয়া এনকাউন্টারে ৫ জনকে হত্যা, মেজর জেনারেলসহ ৭ জনের যাবজ্জীবন

গুয়াহাটি: অসমে ২৪ বছর আগে একটি ‘ভুয়া বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনায় এক মেজর জেনেরেল সহ সাত জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেনাবাহিনীর আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মেজর জেনেরেল একে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক শিভেন্দ্রর সিং ও নায়েক অলবিন্দর সিং।

অসমের দিবরুগড় জেলার দিনজানে আদালত বসে। তবে এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। রায়টি অনুমোদনের জন্য কলকাতার পূর্বাঞ্চলের আর্মি কমান্ড ও দিল্লি আর্মি হেড কোয়ার্টারের সম্মতি লাগবে। তারপরই এ রায় কার্যকর হবে। সেনাবাহিনীর সূত্রে খবর, রায়টি উভয় জায়গা থেকে অনুমোদন পেতে দুই থেকে তিনমাস সময় লেগে যাবে।

১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনসুকিয়া জেলা থেকে ৯ জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এদের মধ্যে ৫ জনকে উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম) সদস্য ‘আখ্যায়িত’ করে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হয়। এ ঘটনায় বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার চারদিন পর আটকদের সম্বন্ধে তথ্য জানতে চেয়ে গুয়াহাটি হাইকোর্টে পিটিশন দাখিল করেন অসমের প্রাক্তন মন্ত্রী জগদীশ ভুঁইঞা। তার পরিপ্রেক্ষিতে আটকদের স্থানীয় থানায় পেশ করতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ মতো ঢোল্লা থানায় ৫ জনের মৃতদেহ পেশ করে সেনাবাহিনী।

দীর্ঘ ২৪ বছর পর ২০১৮ সালের ১৬ জুলাই ওই ৭ সেনার বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করে সেনাবাহিনী। যা ২৭ জুলাই শেষ হয়। তার পরিপ্রেক্ষিতে শনিবার এই সাজা শোনাল সেনাবাহিনীর আদালত।