Sunday, May 19, 2024
খেলা

রাম মন্দিরের ভূমিপুজো ঐতিহাসিক, পাকিস্তানে বসে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুললেন দানিশ কানেরিয়া

ইসলামাবাদ: এবার পাকিস্তানে বসেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে টুইট করলেন প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া। টুইটে তিনি বলেন, রাম মন্দিরের ভূমিপুজো বিশ্বের সকল হিন্দুদের কাছে ঐতিহাসিক। ভগবান রাম আমাদের আদর্শ।

টুইটে কানেরিয়া লিখলেন, ভগবান রামের সৌন্দর্য তাঁর নামে নয়, তাঁর চরিত্রের মধ্যে অন্তর্নিহিত। তিনি দুষ্টের বিরুদ্ধে শিষ্টের জয়ের প্রতীক। রাম মন্দিরের ভূমিপুজো সারা বিশ্বে আনন্দের জোয়ার এসেছে। আজ আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন। জয় শ্রী রাম।

তবে মুসলিম অধ্যুষিত পাকিস্তানের মাটিতে বসে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় সমর্থকরা তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে কানেরিয়া বলেছেন, আমি এখানে নিরাপদে আছি। আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কারও কোনও সমস্যা থাকার কথা নয়। প্রভু রাম আমাদের ঐক্য ও ভাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন।

উল্লেখ্য, অনিল দলপতের পরে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। টেস্টে ২৫০-রও বেশি উইকেট সংগ্রহ করেছেন তিনি। তারপরেও পাকিস্তানের সেরা স্পিনারদের দলে কোনও দিনও জায়গা হয়নি তাঁর। শুধুমাত্র হিন্দু বলেই তাঁর সঙ্গে এরকম আচরণ করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেন দানিশ কানেরিয়া।