Tuesday, May 7, 2024
খেলা

চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করল বিসিসিআই

মুম্বাই: আইপিএলের (IPL) টাইটেল স্পনসর হিসেবে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর (Vivo) সঙ্গে চুক্তি বাতিল করল বিসিসিআই (BCCI)। যার ফলে এবছরের টুর্নামেন্টে আইপিএলের টাইটেল স্পসনসর থাকছে না ভিভো। বৃহস্পতিবার বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই।

বিবৃতি জারি করে বিসিসিআই জানিয়ে দিল, এবছরের আইপিএল টুর্নামেন্টে চিনা ভিভোর সংস্থা সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। দু’পক্ষ সহমত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে চিন ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। গালওয়ানে সংঘর্ষের ঘটনার পর থেকেই চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে দেশ জুড়ে। চিনা সংস্থা ভিভোর সঙ্গে বিসিসিআইয়েষ চুক্তি বাতিল তারই ফল বলে মনে হচ্ছে।

আইপিএলের এতদিন টাইটেল স্পনসর ছিল ভিভো। ২০১৮ সালে আইপিএলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল ভিভো। তার জন্য ২,১৯৯ কোটি টাকা বিসিসিআইকে দিয়েছিল তারা।

প্রসঙ্গত, গত রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক জানোনো হয়, ভিভোই এবারের আইপিএলের প্রধান স্পনসর। এরপর দেশজুড়ে আইপিএল বয়কটের দাবি ওঠে। ঘরে-বাইরে চাপের মুখে বাধ্য হয়েই আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ভিভো।