Wednesday, May 15, 2024
রাজ্য​

টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মেরে গ্রেফতার সাকিবের পরিবারকে চাল, আলু, আটা দিল পুলিশ

হাওড়া: গত মঙ্গলবার টিকিয়াপাড়ায় লকডাউন কার্যকর করতে গিয়ে হেনস্থার শিকার হয় পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার পুলিশকে লাথি মারায় অভিযুক্ত সাকিবের পরিবারকেই ৫০ কিলোগ্রাম চাল, ৪০ কিলোগ্রাম আলু, ২০ কিলোগ্রাম আটা বিলি করল হাওড়া পুলিশ।

পুলিশের দাবি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য গ্রেফতার হওয়ায় লকডাউনের মধ্যে বেকাদায় পড়েছেন সাকিবের পরিবারের সদস্যরা। পাশাপাশি, পুলিশের তরফে জানানো হয়েছে, অপরাধীকে কোনও রকম ছাড় না দেওয়া হবে না। তবে তার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ।

বলে রাখি, গত মঙ্গলবার রেড জোনে থাকা টিকিয়াপাড়ায় রাস্তায় ক্রিকেট খেলা থেকে শুরু করে, রাস্তার পাশের দোকানে বিরিয়ানি খাওয়া ও সঙ্গে  আড্ডাও চলছিল রমরমিয়ে। পুলিশ কিছু বলতেই উত্তেজিত জনতা ঝাপিয়ে পড়ে পুলিশের উপর। পুলিশকে লক্ষ্য করে চলে ইট পাটকেল ছোড়া হয়। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মী।

পুলিশের উপর হামলার ঘটনায় এক পুলিশকর্মীর পিছনে লাথি মারতে দেখা যায় সাকিবকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। ঘটনার প্রায় চার দিন পর গত শুক্রবার সাকিবকে গ্রেফতার করে পুলিশ। এবার তার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল পুলিশ।

এরপরই প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ঘটনায় গ্রেফতার হওয়া বহু মানুষ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। এই পরিস্থিতিতে তাদের জন্য তো এত সদয় হয় না পুলিশ। তাহলে পুলিশের ওপর হামলায় অভিযুক্তের পরিবারের প্রতি এত দরদ কেন? রাজ্য বিজেপির অভিযোগ, পরিস্থিতি যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি ছাড়বেন না তা আগেই বুঝিয়ে দিয়েছেন।