Saturday, April 27, 2024
Latestরাজ্য​

২০২৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ২৩টি আসন, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক পরেই বাংলায় পঞ্চায়েত ভোট। আর বছর ঘুরলেই লোকসভা ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৩৫টি আসন জেতার টার্গেট নির্ধারণ করেছেন। এর মধ্যেই সামনে এল বাংলা হান্ট (Bangla Hunt) এবং পোলস্ট্রীটের (Polstreet) যৌথ সমীক্ষা।

রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটের থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে আসন বাড়ছে বিজেপির। সমীক্ষা অনুযায়ী, বিজেপি এবার পেতে পারে ২৩টি আসন। এদিকে আসন সংখ্যা কমতে পারে তৃণমূলের। তৃণমূল পেতে পারে ১৬টি আসন। বামেরা পেতে পারে ২টি আসন। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছিল ১৮টি আসন। অন্যদিকে, তৃণমূল পেয়েছিল ২২টি আসন। কংগ্রেস জিতেছিল ২টি আসন।