সেপ্টেম্বরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রেও ২০২৪ সালে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সেদিক দিয়ে বলতে গেলে দুই দেশের জন্যই ২০২৪ সালটি গুরুত্বপূর্ণ।
দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এই বলেছেন, ‘ভারত ২০২৩ সালে জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে। এই আবহে বিশ্বের মঙ্গলের জন্য অবস্থান গ্রহণের ক্ষেত্রে ভারতের ক্ষমতা আরও প্রসারিত হবে। পাশাপাশি, ২০২৩ সাল ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে।’
লু আরও বলেন, ‘জি২০ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আমাদের রাষ্ট্রপতি জো বাইডেন সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন।’