Saturday, May 11, 2024
দেশ

ডলার নয়, এবার রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য করবে ভারত-বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন ডলারের পরিবর্তে রুপি এবং টাকায় করা হবে। ডলারের ঘাটতি কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত নিজস্ব মুদ্রা ‘রুপি’ এবং বাংলাদেশ নিজস্ব মুদ্রা ‘টাকা’ ব্যবহার করবে।

ডলারের সংকট মেটাতে নিজেদের মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের জন্য দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে আলোচনা চলছে। ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে বাংলাদেশের সোনালি ব্যাঙ্ক এবং ইস্টার্ন ব্যাঙ্ক। একইভাবে বাংলাদেশের দুটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক।

এ বিষয়ে আলোচনার জন্য চলতি মাসেই ঢাকায় যান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং এসবিআইয়ের প্রতিনিধিদল। জানা গেছে, কয়েক মাসের মধ্যেই টাকা এবং রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করবে ভারত-বাংলাদেশ।

উল্লেখ্য, গত অর্থবর্ষে ভারতের থেকে ১৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এদিকে, বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ভারত।