Thursday, May 2, 2024
দেশ

মহিলা চাকুরীজীবীদের জন্য সুখবর, মাতৃত্বকালীন সবেতন ছুটি সাড়ে ছয় মাস

নয়াদিল্লি: মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে বাড়িয়ে সাড়ে ছয় মাস করা হয়েছে। নতুন বিল অনুযায়ী কর্মরত মহিলারা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের বদলে ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন ৷ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নারীরা এই সুবিধা পাবে।

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী বলেন, জন্মের পর সন্তানকে ছয় মাস মায়ের দুধ পান করানো উচিত। তার জন্যই অন্তত ছয় মাস ছুটি দরকার। পশ্চিমবঙ্গে অবশ্য বেশ কয়েক বছর আগেই মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ছয় মাস করা হয়েছিল।

পরিসংখ্যা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশেরও বেশি মহিলা মা হওয়ার পর চাকরি ছেড়ে দেয় ৷ শুরু থেকেই মা ও সন্তানের মধ্যে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরজেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷

প্রসঙ্গত, এই নিয়মটি চালু হওয়ার পর ভারত এখন পৃথিবীর ৪০টি দেশের মধ্যে একটি, যেখানে ১৮ সপ্তাহের বেশি মাতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে ৷