Sunday, May 19, 2024
দেশ

তুমুল হট্টগোলে ফের মুলতুবি লোকসভা, ঝুলে আছে তিনটি অনাস্থা প্রস্তাব

সদস্যদের ক্রমাগত হৈচৈ এ আজও মূলতবি হয়ে গেছে লোকসভা অধিবেশন। ফলে টানা চতুর্থ দিনের মতো উত্থাপনে ব্যর্থ হয়েছে বর্তমান ক্ষমতাশীন এনডিএ জোটের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। দুই রাজনৈতিক দল এআইএডিএমকে এবং টিআরএস এর সদস্যদের চিৎকারের ফলে অনাস্থা উত্থাপনের জন্য প্রয়োজনীয় ৫০ সদস্যদের ভোট গুনতে ব্যর্থ হন স্পিকার সুমিত্রা মহাজন।

১৬ মার্চ লোকসভায় অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা না দেয়ায় ৩ জন এমপি এই অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন। সোমবারই অনাস্থা প্রস্তাব ওঠার কথা ছিল সভায়। কিন্তু এআইএডিএমকে এমপিদের তুমুল বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সভা। ফলে অনাস্থা নিয়ে ভোটাভুটি তো দূরের কথা, আলোচনাও হয়নি গতকাল। অনাস্থা প্রস্তাবটি সভায় উত্থাপিত হবে বলে আশা করেছিল বিরোধী দলগুলো। সেই মতো তেলেগু দেশম এবং ওয়াইএসআর কংগ্রেস দলের সব এমপিকে লোকসভায় উপস্থিত থাকতে বলে।

কিন্তু লোকসভায় গতকালের ছবিটাও ছিল আগেরদিনের মতোই। ফলে স্পিকার বুধবার পর্যন্ত মুলতুবি করে দেন সভা। এমনকি বিরক্ত হয়ে ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডুও এমপিদের নিয়ে অনুষ্ঠিতব্য একটি নৈশভোজ বাতিল করে দেন।

এআইএডিএমকের প্রধান দাবী হলো আগের পরিমানেই কাবেরী নদীর পানি বন্টন আর টিআরএস তেলেঙ্গানার জন্য উচ্চ কোটার দাবীতে মুখর। এরই ফাঁকে বহিস্কৃত আরজেডি নেতা রাজেশ রঞ্জনকে পাপ্পু যাদবের সাথে বিহারকে বিশেষ মর্যাদা দেবার দাবীতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সুমিত্রা মহাজন অনাস্থা ভোট উত্থাপনের জন্য সদস্যদের হাত তুলতে বলেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী সদস্যরা হাত তোলেন। কিন্তু স্পিকার ঘোষণা করেন হট্টগোলের জন্য তিনি ভোট গননা করতে পারছেন না বলে জানান। এরপরেই তিনি অধিবেশন সেদিনের জন্য মূলতবি ঘোষণা করেন।