Monday, May 6, 2024
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করেছেন বলে তার অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তার পদত্যাগের কারণ উল্লেখ করা হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী থিনের পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। তবে সম্প্রতিককালে নানা শারীরিক সমস্যায় ভুগছেন ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া থিন।

প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে জয়লাভ করে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর সু চির বাল্যকালের বন্ধু ও দীর্ঘ সময়ের উপদেষ্টা থিনকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। কারণ সাংবিধানিক বাধার কারণে মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারেননি সুচি।

প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হবে। আর সে পর্যন্ত ভাইস-প্রেসিডেন্ট মিন্ট সোয়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়েছে। মিন্ট একজন সাবেক জেনারেল।