Friday, May 17, 2024
দেশ

ফের বিশ্বরেকর্ড, ২২ লাখ ২৩ হাজার প্রদীপে সেজে উঠেছে অযোধ্যার ৫১ ঘাট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীপাবলি উপলক্ষে এবছরও বিরাট আয়োজন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিবছরের মতো এবছরও দীপোৎসবের আয়োজন করলেন যোগী আদিত্যনাথ। ২২ লাখ ২৩ হাজার প্রদীপে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। যার ফলে ফের বিশ্বরেকর্ড করলো উত্তরপ্রদেশ সরকার। 

এবারের দীপাবলিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয় অযোধ্যার রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়। উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে মিলে মোট ৫১টি ঘাটে ২২ লাখ ২৩ হাজার প্রদীপ জ্বালালেন অধ্যাপক, শিক্ষাকর্মী এবং পড়ুয়ারা। 


ঘাটগুলিতে ২৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিক দলে ভাগ হয়ে দিন-রাত জেগে এই কাজ করেছেন স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, গত বছর ১৫ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়। ২০ হাজার স্বেচ্ছাসেবক সেবার কাজ করেছিলেন।