Friday, May 3, 2024
কলকাতা

বাদুড়িয়া থেকে গ্রেফতার রাজ্যের প্রথম মহিলা লস্কর জঙ্গি তানিয়া পারভিন

উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে রাজ্যের প্রথম মহিলা লস্কর জঙ্গি তানিয়া পারভিনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। পুলিশ জানিয়েছে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তানিয়া। কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিলেন ২২ বছরের তানিয়া।

উল্লেখ্য, এই প্রথম কোনও মহিলা জঙ্গি ধরা পড়ল পশ্চিমবঙ্গে। গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তাকে নিয়ে তদন্ত করে। এরপর শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় লস্কর-ই-তৈবার এই নারী জঙ্গিকে। তাকে এদিনই  আদালতে তোলা হয়। তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে দন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সেই আবেদনের প্রেক্ষিতে তানিয়াকে ১০ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ জানিয়েছে, কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিলেন ওই তরুণী। কথাবার্তায় বেশ চতুর সে। কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারেও বেশ পারদর্শী। হানিট্র্যাপ করে সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসিয়ে তথ্য পাচার করতো সে। এমনকি রাজ্যে জঙ্গি নিয়োগের দায়িত্বেও ছিল তানিয়া।

পুলিশ জানিয়েছে, পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে ফোনে চ্যাট করে ঘনিষ্ঠতা তৈরি করেছিল সে। সেখান থেকে সেনাবাহিনীর বেশ কিছু তথ্য সংগ্রহ করে সেগুলো পাচার করেছিল তানিয়া। কলেজছাত্রী হওয়ায় সহজে গোয়েন্দাদের নজরে না আসায় তানিয়াকে বিভিন্ন কাজে ব্যবহার করত লস্করের প্রথম সারির জঙ্গিরা। তানিয়াকে জেরা করে সেনাবাহিনীর জওয়ানদের হানিট্র্যাপ করার ছক সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে এক কর্মকর্তা।