Saturday, May 18, 2024
দেশ

এই মুখ্যমন্ত্রীত্ব যেন বিষ পান! জনসমক্ষে কেঁদে ফেললেন কুমারস্বামী

বেঙ্গালুরু: লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ! কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর। শনিবার বেঙ্গালুরুর সেশাদ্রিপুরমের জেডিএস আয়োজিত দলের সভামঞ্চে কান্নায় ভেঙে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ইঙ্গিত দিলেন, জোট সরকারে খুশি নন তিনি। এর ফলে ফের প্রশ্ন উঠে গেল, কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটের আয়ু আর কত দিন?

সংবাদসংস্থা এএনআইয়ের ট্যুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে লাল রংয়ের একটা কাপড় দিয়ে চোখ মুছছেন মুখ্যমন্ত্রী। এদিন জনসভায় তিনি জোট সরকারের যন্ত্রণা ভোগ করছেন বলে মন্তব্য করেন। তাঁর দাবি জোট সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার যন্ত্রণা তাঁকে ভোগ করতে হচ্ছে। সেই যন্ত্রণা মানুষের কথা ভেবে গিলে নিচ্ছেন তিনি।

সভামঞ্চে মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন,’আপনাদের দাদা মুখ্যমন্ত্রী হয়েছে বলে ফুলের তোড়া নিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন। আপনারা সকলেই খুশি। কিন্তু আমি নই। জোট সরকারের ব্যাথ্যা অনুভব করছি। আমি নীলকণ্ঠ হয়ে একাই কষ্ট সহ্য করছি।’ তখনই কেঁদে ফেলেন তিনি।

কুমারস্বামী আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আমি মনে প্রাণে চেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে ৷ কিন্তু আমি চাইনা আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে ৷ যদি কোনও সুযোগ পাই তাহলে আমি এই পদ থেকে সরে আসতে চাই ৷’

কুমারস্বামীর এই মন্তব্য নিয়ে উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের প্রতিক্রিয়া, ‘কীভাবে এটা উনি বলতে পারেন? মু্খ্যমন্ত্রীকে খুশি থাকতে হবে। উনি খুশি থাকলেই তো আমরা আনন্দে থাকব।’