Saturday, July 27, 2024
দেশ

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ ২ বিএসএফ জওয়ান

কাঙ্কের: ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন। আজ রবিবার ভোরে কাঙ্কের জেলার প্রতাপপুর এলাকায় মাওবাদীরা বিএসএফ জওয়ানদের টার্গেট করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। শহিদ দুই জওয়ানের দেহ পাখানজোরে ১১৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আজ বিএসএফের ১১৪ নম্বর ব্যাটেলিয়নের একটি দল মাওবাদী দমন অভিযান সেরে ক্যাম্পে ফিরছিল। মাহলা ক্যাম্পের কাছে আসতেই জওয়ানদের উপর আচমকা এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালান জওয়ানরাও। মাওবাদীদের গুলিতে শহিদ হন দুই জওয়ান। শহিদ দুই জওয়ানরা হলেন রাজস্থানের লোকেন্দর সিং ও পাঞ্জাবের মুকধিয়ার সিং। আহত জওয়ান সন্দীপ দে’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সন্দীপ দে’র অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

গোটা এলাকায় ঘিরে ফেলেছে জওয়ানরা। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলায় ছোটেবেটিয়া এলাকায় মাওবাদীদের বিস্ফোরণে দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছিল।