Friday, May 3, 2024
রাজ্য​

পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের অ্যাকাউন্টে ২৫০ কোটি টাকা পাঠালো মমতা সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় শুক্রবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালো রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গত ২৬ এপ্রিল প্রায় ৯৩ লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার। তারপরে আরও কিছু কৃষকের নাম যুক্ত করা হয়। শুক্রবার তাঁদেরকেই মোট ৯৩.৫১ কোটি টাকা পাঠানো হয়েছে।

৭ হাজার ২৭৪ জন কৃষকের পরিবারকে মোট ১৫৫ কোটি টাকা পাঠানো হয়েছে। মোট প্রায় ২৫০ কোটি টাকার সহায়তা প্রদান করা হল।

উল্লেখ্য, ২০১৯ সালে চালু হয় ‘কৃষক বন্ধু’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রত্যেক বছর কৃষকদের ৪ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে ২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।