Friday, April 19, 2024
দেশ

মোদীতে মুগ্ধ বাইডেন, প্রধানমন্ত্রীর অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে জাপানের হিরোশিমায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা গেছে, বৈঠকের সময় মোদীর জনপ্রিয়তা নিয়ে মুখ খোলেন জো বাইডেন। বাইডেন জানান, ‘মোদীর অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করতে চান, সামাল দিতে তাঁকে রীতিমতো নাজেহাল হতে হয়।’

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, ‘সিডনিতে ২০ হাজার আসন বিশিষ্ট হলে মোদীর একটি অনুষ্ঠান হওয়ার কথা। এত মানুষ আবেদন জানাচ্ছে যে সবাইকে সন্তুষ্ট করতে পারছেন না। এরপরই প্রধানমন্ত্রী মোদীর থেকে অটোগ্রাফ চান প্রেসিডেন্ট বাইডেন।

মোদীর জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে জো বাইডেন বলেন, ‘আপনি গোটা বিশ্বে প্রমাণ করছেন যে গণতন্ত্রের মূল্য কতটা। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনার সম্মানে একটি ডিনার পার্টির আয়োজন করবো। সেই পার্টিতে গোটা দেশের সবাই যেন আসতে চাইছেন। টিকিট শেষ হয়ে গিয়েছে। তবে টিকিটের চাহিদা শেষ হয়নি। আপনার মনে হচ্ছে আমি মজা করছি? তাহলে আমার দলকে জিজ্ঞেস করতে পারেন। আমি এমন সব মানুষের থেকে ফোন পাচ্ছি যাদের সঙ্গে আগে জীবনে কথা হয়নি আমার। সিনেমার অভিনেতা থেকে শুরু করে আমার আত্মীয়রা ফোন করে ডিনার পার্টির টিকিট চাইছেন। আপনি খুব বেশি জনপ্রিয়। আপনি অনেক কিছুর ওপরই বিস্তর প্রভাব ফেলেছেন। আমরা কোয়াডে যা করছি, তার উপরও আপনার প্রভাব অপরিসীম। আপনি পরিবেশ সংক্রান্ত ইস্যুতে মনোভাব বদলেছেন সবার। ইন্দো-প্যাসিফিক অঞ্চলেও আপনার প্রভাব রয়েছে।’