Wednesday, May 15, 2024
Latestকলকাতা

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, রিপোর্ট ন্যাশনাল ক্রাইম ব্যুরোর

নয়াদিল্লি: ন্যাশনাল ক্রাইম ব্যুরো (NCRB) রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর আপনার আমার প্রাণের শহর কলকাতা। NCRB-এর রিপোর্ট বলছে, দেশের ১৯টি বড় শহরের মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডুর কোয়েম্বাটোর, তৃতীয় স্থানে তেলঙ্গানার হায়দরাবাদ, চতুর্থ স্থানে রয়েছে কেরলের কোঝিকোড় এবং পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালের রিপোর্ট প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম ব্যুরো। রাজ্য ভিত্তিতে অপরাধেরে নিরিখে প্রথমে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট বলছে, লাখপ্রতি জনসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধপ্রবণতা সবচেয়ে কম।

NCRB-এর রিপোর্টে প্রকাশ, ২০১৭ সালে এক লাখ জনসংখ্যায় কলকাতায় অপরাধের সংখ্যা দাড়িয়েছে ১৪১.২। যেখানে ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ১৫৯.৬। এই নিরিখে গোটা দেশের গড় ৪৬২.২। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ৪ বছরে কলকাতায় অপরাধের হার কমেছে ৩১ শতাংশ। মহিলাদের জন্যও সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা।