ধর্ম ও সম্মান বাঁচাতে আশ্রয় নিলেই ভারতের নাগরিকত্ব, বিলের নিয়ম বদলাতে চায় বিজেপি
কলকাতা: শীতকালীন অধিবেশনে বিজেপি ফের পেশ করতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল। জানা গেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব নাগরিকত্ব সংশোধনী বিল থেকে ‘ছয় বছরের আবাস’ দফা অপসারণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।
নাগরিকত্ব সংশোধনী বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং পার্সিরা এ দেশে ৬ বছর থাকলে তাঁদের দেশের নাগরিক হিসাবে ঘোষণা করা হবে। তবে এই বিলে ৬ বছর বসবাসকারীর নাগরিকত্ব প্রদানের নিয়মে বদল আনতে চায় বাংলার বিজেপি শিবির। এই নিয়মটি একেবারেই বাদ দিতে চায় বিজেপি।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ৬ বছরের আবাসিক ধারাটির পরিবর্তে কেউ যদি তাঁর ধর্ম ও সম্মান বাঁচাতে ভারতে আশ্রয় নেন, তবে তিনি কেবল এই মর্মে হলফনামা জমা দেবেন কিনা তা নিশ্চিত করার জন্য়েও আইন থাকা উচিৎ। এরপর তাঁর হলফনামা অনুযায়ী সবকিছু যাচাই করে তাঁকে নাগরিকত্ব দেওয়া যাবে কিনা তা বিবেচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অবহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজ্য বিজেপির অপর এক প্রবীণ নেতা বলেন, ভারতের নাগরিকত্ব পেতে একজন ব্যক্তিকে ৬ বছর অপেক্ষা করতে হবে যা জনগণের জন্যে ভালো নয়, এমনভাবেই বিষয়টির অপ-প্রচার করছে শাসক দল তৃণমূল। বিজেপি জানিয়েছে, বাংলায় ক্ষমতায় এলে তাঁরা প্রথমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাস করবে এবং তারপরে অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য তথা দেশ থেকে তাড়াতে এনআরসি চালু করবে।