Monday, May 6, 2024
কলকাতা

‘মানুষ চাকরি পাচ্ছে না, আর ক্লাব পিছু অনুদান ৭০ হাজার’, রাজ্যকে তুমুল ভর্ৎসনা বিচারপতির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলায় বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, ‘‘মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এসব নিয়ে রোজই মামলা দায়ের হচ্ছে, আর এদিকে দুর্গাপূজায় ক্লাব পিছু ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে?’’ 

উল্লেখ্য, এবছর এক লাফে দুর্গাপুজোর অনুদান ১০ হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রাজ্য সরকারের হোর্ডিংয়ের জন্যেও আলাদা করে টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪২ হাজার বারোয়ারি দুর্গাপুজো কমিটি ৭০ হাজার টাকা করে অনুদান পাবেন। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৬০ হাজার টাকা করে।

এছাড়া বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হতো ক্লাবগুলিকে। তবে এবার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে তাদের। এবছর ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে।

প্রথমে দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। ২০২২ সালে অনুদানের পরিমাণ বেড়ে হয়েছিল ৬০ হাজার টাকা। ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগে তো কোনও ক্লাবকে সাহায্য করতো না। আমার মাথায় এই চিন্তাটা আসে। অনেকে প্রশ্ন করে কেন ইমাম, পুরোহিতরা ভাতা পাবেন? কমিউনিটি ডেভলপমেন্টে ওরা কাজ করেন। কেউ কেউ এই নিয়ে কোর্ট কেসে চলে যাবে যে কেন ক্লাবগুলো টাকা পাবে? তারা উন্নয়নমূলক প্রচার করে।’’