Monday, April 29, 2024
কলকাতা

শিল্পক্ষেত্রে কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে: মোদী

কলকাতা: বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) ৯৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন, এবিষয়ে দৃঢ় বিশ্বাস রয়েছে তাঁর। নমো বলেন, শিল্পক্ষেত্রে বাংলার হৃতগৌরব আবার ফিরিয়ে আনতে হবে।

মোদী বলেন, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাঁর সরকার। সেজন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই কয়েক দশক ধরে উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ভারতে কাজ করছেন। সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, তা পূর্ব এবং উত্তর-পূর্বের মানুষের পক্ষে ব্যাপক লাভজনক হবে।

মোদী বলেন, আগামিদিনে পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দেবে। আমার বিশ্বাস, কলকাতা নিজেই আবারও খুব বড় লিডার হতে পারবে। আমাদের শিল্পক্ষেত্রে বাংলার ঐতিহাসিক উৎকর্ষতাকে পুুনরূদ্ধার করতে হবে। আমি সর্বদা শুনেছি, বাংলা আজ যা ভাবে, ভারত সেটা পরদিন ভাবে। আমাদের সেটা থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মোদী বলেন, পশ্চিমবঙ্গে তৈরি পাটের ব্যাগ গোটা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যের বিরাট লাভ হবে। নতুন নতুন পাটের প্যাকেজিং জিনিসপত্রের উৎপাদন শুরু করলে এখানকার পাটশিল্পের ব্যাপক লাভ হবে। রাজ্যের পাটচাষীদের জন্য ক্লাস্টার তৈরি করা হবে। উত্তর-পূর্ব ভারতেও জলপথ বাড়ানোর চেষ্টা চলছে। কলকাতা-হলদিয়া জলপথ চালু করা হয়েছে।