Thursday, May 16, 2024
দেশ

গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৮১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন

নয়াদিল্লি: ফের নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯,৯৯৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। মোট মৃতের সংখ্যা ৮,১০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় করোনা ১,৩৭,৪৪৮টি। সুস্থ হয়ে উঠেছেন ১,৪১,০২৯ জন।

উল্লেখ্য, ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালিকে ছাপিয়ে গিয়েছে ভারত। এবার ব্রিটেনের আরও কাছে চলে আসল ভারত। ব্রিটেন বিশ্বের সর্বাধিক করোনা প্রভাবিত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৯০,১৪৩ জন। অন্যদিকে ভারতে মোট করোনা আক্রান্ত ২,৮৬,৫৭৯ জন।

তবে স্বস্তির খবর হল সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৪১,০২৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১,৮১৪ জন। ফলে সক্রিয় আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩,৫৮০ জন বেশি। দেশে সুস্থতার হার ৪৯.২১ শতাংশ

করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছ আমেরিকা। সেদেশে আক্রান্তের সংখ্যা ২০,৬৬,৫০৮ জন। মৃতের সংখ্যা ১,১৫,১৩৭ জন। এর পরেই রয়েছে ব্রাজিল। সেদেশে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন। মৃতের সংখ্যা ৩৯,৭৯৭। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেদেশে করোনায় আক্রান্ত ৫,০২,৪৩৬ জন। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৯০,১৪৩ জন। সেদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১,১২৮ জনের। স্পেনে আক্রান্তের সংখ্যা ২,৮৯,৩৬০ জন এবং মারা গিয়েছেন ২৭,১৩৬ জন।