Wednesday, May 15, 2024
রাজ্য​

বাংলা আজ যা ভাবে, ভারত সেটা পরের দিন ভাবে: মোদী

কলকাতা: বৃহস্পতিবার ভিডি কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (ICC) ৯৫তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলায় বলেন, নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিন রাজ্যের শিল্প বিষয়ে কথা বলেন তিনি।

মোদী আশা প্রকাশ করে বলেন, আগামিদিনে পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দেবে। তিনি বলেন, কলকাতা আবারও খুব বড় লিডার হতে পারবে। শিল্পক্ষেত্রে বাংলার ঐতিহাসিক উৎকর্ষতাকে পুুনরূদ্ধার করতে হবে। আমি সবসময় শুনে এসেছি, বাংলা আজ যা ভাবে, ভারত সেটা পরের দিন ভাবে। এটা থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের।

মোদী জানান, সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। যা বাংলার পাটশিল্পের সামনে নতুন এক দিগন্ত উন্মোচন করতে পারে। বণিকসভা কর্তৃপক্ষকে মোদী প্রশ্ন করেন, শুধু এটা ভেবে দেখুনন, গোটা ভারতবাসী যদি বাংলায় তৈরি পাটের ব্যাগ ব্যবহার করেন, তাহলে রাজ্যের কত মুনাফা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর হতে দেশেই সৌর প্যানেল, ব্যাটারি তৈরি করুন। তিনি জানান, এলইডির জন্য প্রতি বছর ১৯ হাজার কোটি টাকার বিদ্যুতের বিল সাশ্রয় হচ্ছে। এলইডির চাহিদা এত বেড়েছে যে, দাম কমলেও বিপুল মুনাফা হয়েছে। নমো বলেন, সরকারের ঘোষণা করা বিপুল কর্মসূচিতে পূর্ব ও উত্তর পূর্ব ভারত লাভবান হবে। উত্তর-পূর্ব ভারত জৈব পণ্য উৎপাদনে সারা বিশ্বে নজির সৃষ্টি করতে পারে।

মোদী বলেন, আত্মনির্ভর ভারত বাস্তবায়ন করতে বিদেশ থেকে কম জিনিস এদেশে আমদানি করতে হবে। প্রতিরক্ষা, কয়লা, সৌরক্ষেত্র, বিমান পরিবহণ ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে।